উপ-মাঝি (নেতা)কে অপহরণের পর মারধর করেছে রোহিঙ্গারা

fec-image

টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এক নারীর শালিস সংক্রান্ত বিষয়ের জের ধরে সংঘবদ্ধ রোহিঙ্গারা এক উপ মাঝি (নেতা)কে অপহরণের পর মারধর করে রক্তাক্ত জখম করেছে।

জানা যায়, গত ২২মে রাত ৮টার দিকে টেকনাফের ২২নং ঊনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি রফিকের বাসা থেকে নারী সংক্রান্ত একটি শালিস করে ফেরার পথে ১০/১২জন রোহিঙ্গা দুর্বৃত্ত ডি-১ ব্লকের বাসিন্দা জয়নাল উদ্দিনের পুত্র উপ মাঝি (নেতা) দিলদার হোসেনকে অপহরণ করে। এক পর্যায়ে তাকে ক্যাম্পের ব্লক-বি-২ এবং ব্লক-ডি-৪ এর মধ্যবর্তী পাহাড়ে নিয়ে মারধরের পর মাথা ও মুখমন্ডল রক্তাক্ত করে ছেড়ে দেয়।

ওই ব্যক্তি ক্যাম্পের এমএসএফ হাসপাতালে চিকিৎসা নেয়। কক্সবাজার ১৬ এপিবিএন ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় জিডি করে দুস্কৃতকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য এপিবিএন পুলিশের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন