উসকানিমূলক পদক্ষেপে অংশ নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথ বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীর ধৈর্য ও শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, উসকানিমূলক যে কোন পদক্ষেপে অংশ নিবেন না। এতে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথ বাধাগ্রস্ত হবে।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেছেন, আপনারা শক্ত হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। দেশের আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় এবং এ নিয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশবিদেশে বসে কোন রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায় সেই দিকে লক্ষ্য রাখুন।বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার পৌঁছান। পরে তিনি সেখান থেকে গাড়িযোগে সরাসরি পেকুয়াস্থ পৈত্রিক বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।ব্যক্তিগত সফরে আসলেও তিনি স্থানীয় দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ সহ পারিবারিক স্বজনদের দেখা করার কথা রয়েছে।শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।এর আগে সালাহউদ্দিন আহমদকে স্বাগত জানাতে স্থানীয় দলীয় নেতাকর্মীরা বিকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করেন। পরে তিনি সেখানে পৌঁছালে স্লোগান সহকারে ফুলেন শুভেচ্ছা জানান।
Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255