parbattanews

উৎসবমূখর পরিবেশে পানছড়ি বাজার উন্নয়ন কমিটির নির্বাচন সম্পন্ন

bazar-p-copy

নিজস্ব প্রতিবেদক:

উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজার উন্নয়ন কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।  সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এ উপলক্ষে ৩ নং পানছড়ি ইউনিয়ন পরিষদকে সাজানো হয়েছিল প্রাণবন্ত সাজে। সারাদিন টানটান উত্তেজনা শেষে রাত সাড়ে ৭ টায় ফলাফল ঘোষনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক।

এতে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মোঃ হেদায়েত আলী তালুকদার,  সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীক নিয়ে মোঃ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক পদে মোবাইল প্রতীক নিয়ে মোঃ আবদুল্লা,  অর্থ সম্পাদক পদে মাছ প্রতীক নিয়ে মোঃ আবুল হাসেম,  সদস্য পদে সাইকেল প্রতীক নিয়ে কাউসার আহমেদ সুমন, মই প্রতীক নিয়ে মোঃ ইউসুফ, হাতপাখা প্রতীক নিয়ে মোঃ সেলিম,  ও চশমা প্রতীক নিয়ে সনজিত দেবনাথ  নির্বাচিত হয়। ফলাফল ঘোষনার পরপরই সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে আনন্দে মেতে উঠে। এ সময় খণ্ডখণ্ড আনন্দ মিছিলে পুরো পানছড়ি বাজার এলাকা হয়ে উঠে মূখরিত।

ফলাফল ঘোষনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশিনার পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাজার উন্নয়ন কমিটির আহ্বায়ক মোঃ বাহার মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, তপন কান্তি বৈদ্য, মো: হোসেন সওদাগর ও ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পানছড়ি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অলক বড়ুয়া।

Exit mobile version