উৎসব উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করলেন কাপ্তাই সেনা জোন


শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা উৎসব উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলার দুর্গম পাহাড়ে বসবাসরত ত্রিপুরাদের আর্থিক সহায়তা প্রদান করেছে কাপ্তাই সেনা জোন।
১৩ অক্টোবর (বুধবার) দুপুর ১২টায় রাজস্থলী উপজেলাধীন মিতিংগা ছড়ি ক্যাস্প প্রাঙ্গনে অসহায় নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন কাপ্তাই সেনা জোনের ৫৬ইস্ট বেঙ্গল।
কাপ্তাই সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার জাহিদ (পিএসসি) সার্বিক সহযোগিতায় অসহায়দের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ারেন্ড অফিসার শুক্কুর আলী।
ঘটনাপ্রবাহ: আর্থিক, উৎসব, উপলক্ষে
Facebook Comment