ঋণের বোঝা সইতে না পেরে মারমা যুবকের আত্মহত্যা


রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়াতে গলায় রশি পেঁচিয়ে থুইমং মারমা নামে এক যুবক আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে থুইমং মারমাকে বসতঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্ত্রী।
নিহত থুইমং মারমা (৪৫) রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মহাজন পাড়া গ্রামের চিংহ্লামং মারমার ছেলে।
জানা যায়, সকালে থুইমং মারমার স্ত্রী স্বামীকে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুঁটে আসে। পরে থুইমংকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তার স্ত্রী জানান, বিভিন্ন ব্যাংক ও সমিতি থেকে ঋণ এনেছিলেন তার স্বামী। তার ধারণা এ ঋণের বোঝা সইতে না পেরেই আত্মহত্যা করেছেন তিনি।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনসারুল ইসলাম জানান, পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য অনুমতি দেওয়া হয়েছে।