এই মুখ আর দেখাবো না: সাকিব

দেশের ক্রিকেটে আলোচনার আরেক নাম সাকিব আল হাসান। মাঠ এবং মাঠের বাইরে সমানভাবে আলোচনায় থাকেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
রাত পোহালেই শুরু হবে বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম আসর। ইতিমধ্যে বাংলাদেশ দল পাড়ি জমিয়েছে বিশ্বকাপ মূল আসরে অংশ নিতে। এর আগেই দেশে ঘটে গেছে নানা ঘটনা। হয়েছে সাকিব-তামিম আলোচনা-সমালোচনা।
মূলত বিশ্বকাপ দলে তামিম ইকবালের জায়গা না পাওয়া নিয়ে বর্তমানে বেশ আলোচনায় আছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
বুধবার (৪ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এই মুখ আর দেখাবো না।’ সঙ্গে নিজের একটি সেলফিও পোস্ট করেছেন সাকিব।
তবে এই আলোচনা মধ্যে এমন স্ট্যাটাস কাকে উদ্দেশ্য করে দেয়া তা এখনও স্পষ্ট না। এর আগে রহস্যময় পোস্ট দিয়েছিলেন সাকিব। পরে দেখা গিয়েছিল সেটা ছিল একটা বিজ্ঞাপনের অংশ।