একজন শিক্ষককে নিয়ে অপপ্রচার : বিভিন্ন মহলে ক্ষোভ


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ভিবিন্ন নিউজ পোর্টালে মান হানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারে উক্ত বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের ক্ষোভ প্রকাশ করেছেন।
গত ১৫ জুন রবিবার সকাল ১০টা ৫১ মিনিটে “দৈনিক কালের প্রতিচ্ছবি” ও সিটিজি নামক নিউজ পোর্টালে “বাঘাইছড়িতে সিরাজুল ইসলাম মাস্টারের বিরুদ্ধে অনিয়ম, অর্থ আত্নসাত ও দুর্নীতির অভিযোগ” শিরোনামে উপজেলার পুরাতন মারিশ্যা গ্রামের বাসিন্দা এডভোকেট হাসান আলী সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন। এই বিষয়ে তিনি মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর অভিযোগ করেন বলে জানা যায়।
অভিযোগের বিষয় জানতে চাইলে হাসান আলী জানান, আমি কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আমাকে অনেকে জানালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর চেয়ারম্যান বরাবর আমি লিখিত অভিযোগ করেছি এবং তা তদন্ত প্রক্রিয়াধীন আছে, এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। আশা করছি তদন্তের পরে সঠিক তথ্য বের হয়ে আসবে।
উল্লেখিত অভিযোগ সমুহের বিষয়ে দৃঢ়ভাবে বিরোধিতা করে মো. সিরাজুল ইসলাম বলেন, আমার বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষের যে সম্মান, স্নেহ ও ভালোবাসা পেয়েছি তা আমার শিক্ষকতা ক্যারিয়ারকে গৌরবান্বিত করেছে, আমার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল অসৎ সার্থচরিথার্থ করার নিমিত্তে আমার বিরোদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমার বিরোদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট, অসত্য ও ভিত্তিহীন। অভিযোগের যদি একটিরও সত্যতা পাওয়া যায় আমাকে যে শাস্তি দেয়া হবে তা মাথা পেতে নিব। যদি সত্যতা পাওয়া না যায় এসকল মিথ্যা ও বানোয়াট অভিযোগকারী ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি।
এডভোকেট হাসান আলীর সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে এলাকাবাসীর কাছে জানতে চাইলে পুরাতন মারিশ্যা মাদ্রাসা ও সমাজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম বলেন, এডভোকেট হাসান আলী ৫ আগস্টের পর এলাকায় এসে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে বিশেষ করে পুরাতন মারিশ্যা জামে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে এলাকার মধ্যে ব্যাপক জটিলতা সৃষ্টি করেছে, সমাজে দ্বন্দ সৃষ্টি করা, মানুষকে মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে, আমাদের জানামতে সে জামাতের রাজনীতির সাথে যুক্ত আছে এবং এলাকায় নিয়মিত জামাতের প্রভাব খাটাচ্ছে।
বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ এর কাছে হাসান আলীর কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন হাসান আলী বাঘাইছড়ি উপজেলা জামায়াতের সাংগঠনিক কোনো পোস্ট পদবীতে নেই, তিনি যা কিছু করছেন তা তার ব্যক্তিগত। এ বিষয় জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই।