parbattanews

একটি শিক্ষিত মা পারে একটি শিক্ষিত সমাজ গড়তে

গুইমারা প্রতিনিধি:

একটি শিক্ষিত মা পারে একটি শিক্ষিত সমাজ গড়তে। মা সমাবেশ অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশুদের শিক্ষা গ্রহণে বিশাল ভুমিকা রাখতে পারে।

বুধবার দুপুরে মাদ্রাসার হলরুমে মাদ্রাসা সুপার জয়নাল আবদীনের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে পার্বত্য জেলাপরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এসব কথা বলেন।

শিক্ষার গুনগত মান উন্নয়ন,শিক্ষা জীবন থেকে সন্তান মাঝ পথে ঝরে পড়ার হার হ্রাস করার বিষয়ে, মায়ে’দের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলাপরিষদ চেয়ারম্যান বাবু কংজরী চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, থানা অফিসার গেয়াসউদ্দিন, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেমং মারমা । মা’দের মধ্যে তসলিমা আক্তার কাজল। সমাবেশে বিপুল সংখ্যক মা উপস্থিত ছিলেন।।

সমাবেশে বক্তারা বলেন, সন্তানকে শিক্ষিত হিসেবে গড়ে তোলার পেছনে মায়ের অবদান বেশী। একজন মায়ের অক্লান্ত পরিশ্রমের ফলে সন্তান মানুষ হিসেবে গড়ে উঠে।

Exit mobile version