parbattanews

এক নারিকেলের বুক চিরে তিনটি চারা পানছড়িতে

জেলার পানছড়িতে কিছু দিন পর পরই দেখা মিলে কিছু ব্যতিক্রমী জিনিসের। এর আগেও একটি কপিতে বিশের অধিক ফুল, এক আনারসের আঠারো মাথা, এক গাছে ১৫০টির অধিক বেগুন, এক মন ওজনের কচু ও দশ কেজি ওজনের বেল, মুরগীর ছানার চার পা, এক ছাগলের ছয়টি ছানা দেখা গিয়েছিল ভারত সীমান্ত ঘেঁষা এই উপজেলায়।

এবার দেখা গেল এক নারিকেল থেকেই বের হওয়া তিনটি চারার অপরুপ সৌন্দর্য। এটি শোভা পাচ্ছে উপজেলার চেংগী ব্লকের লেন্ডিয়া পাড়া গ্রামের কালাচান চাকমার ছেলে মুকুল চাকমার বাড়ির আঙিনায়।

মুকুল চাকমা জানান, বছর খানেক আগে রাঙামাটি থেকে নারিকেল কিনে এনে মাটিতে রেখে দিলে তিনটি চারা বের হয়। গাছটির বর্তমান বয়স প্রায় এক বছর। তিনটি চারাই সতেজ রয়েছে। তাছাড়া তার বাড়িতে আরো একটি নারিকেল থেকেও দুটি চারা বের হয়েছে যার বয়স দুই বছরের অধিক।

একটি নারিকেলের বুক চিরে তিনটি চারা বের হওয়া অস্বাভাবিক ঘটনা বলে জানালেন উপজেলা কৃষি অফিস। উপজেলা কৃষি অফিসার আলাউদ্দিন শেখ জানান, রাংগুয়াই আমের বেলায় এটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু নারিকেলের বেলায় অস্বাভাবিক।

নারিকেল থেকে প্রথম চারা আকারে যেটা বের হয় তাকে ভ্রুন বলা হয়। এই ভ্রুন বের হবার সময় পলিএ্যা¤্রাওনিক ইপেক্ট এর কারণে হয়তো এটা হতে পারে।

Exit mobile version