এক ভাইয়ের ফাঁসি, আরেকজনের যাবজ্জীবন

fec-image

চট্টগ্রামের মিরসরাই উপজেলার শিশু কাজী মশিউর রহমান প্রকাশ ওয়াসিম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা সম্পর্কে সহোদর।

রোববার চট্টগ্রাম প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন। রায়ে উভয় আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন– মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজী নাহিদ হোসেন পল্লব এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি পল্লবের ভাই কাজী ইকবাল হোসেন বিপ্লব।

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, মামলার ২১ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি পল্লবকে মৃত্যুদণ্ড এবং বিপ্লবকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের পর দুই আসামিকেই কারাগারে পাঠানো হয়েছে।

২০১০ সালের ২২ নভেম্বর মিরসরাইয়ের মঘাদিয়া ভূঁইয়া তালুক কাজী বাড়ির কাজী মোশাররফ হোসেন বাবলুর ছেলে ওয়াসিমকে হত্যা করে ছনখোলায় ফেলে রাখা হয়। আসামি পল্লব শিশু ওয়াসিমকে শ্বাসরোধে হত্যার পর সিগারেটের আগুনের ছ্যাকা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে বাড়ি চলে যায়। পরে আসামির পরিবারের সদস্যরা ছনখোলা থেকে শিশু ওয়াসিমের মরদেহ বস্তাবন্দি করে পাশের ধানক্ষেতে ফেলে দেয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম, হত্যা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন