parbattanews

এক মিনিটের কালবৈশাখী ঝড়ে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে যোগাযোগ বন্ধ

খাগড়াছড়িতে মাত্র এক মিনিটের কালবৈশাখী ঝড়। তাতেই বিভিন্ন স্থানে বৈদ্যুতিক পোল ও গাছ ভেঙ্গে পড়ে সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। এক ঘন্টার চেষ্টায় সড়ক যোগাযোগ সচল হয়।

শনিবার (২১ মে) সকাল পৌনে ৮টার দিকে খাগড়াছড়ির উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। যার স্থায়িত্ব ছিল মাত্র এক মিনিটের মতো। আর এই এক মিনিটের তান্ডবে খাগড়াছড়ি- চট্টগ্রাম ও ঢাকা আঞ্চলিক সড়কের আলুটিলা ও গুইমারায় এবং খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের টিটিসি খাগড়াছড়ি-পানছড়ি সড়কে বৈদ্যুতিক পোল ও গাছ ভেঙ্গে পড়ে সড়ক যোগাযোগ বিভিন্ন হয়ে পড়ে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যদের চেষ্টায় এক ঘন্টার পর সড়ক যোগাযোগ সচল হয়। তবে এখনো অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি।

Exit mobile version