এক সপ্তাহ বন্ধের পর নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কার্যক্রম শুরু
এক সপ্তাহ বন্ধ থাকার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান।
তিনি বলেন, দেশের পটপরিবর্তনের পর থেকে অনিরাপদ থাকায় সারা দেশের ন্যায় নাইক্ষ্যংছড়ি থানার কার্যক্রমও বন্ধ ছিলো। তবে উপরের নির্দেশ পেয়ে সোমবার সকাল থেকে সব কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, দেশে ছাত্র সমাজ বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করলে ঘটে নানা ঘটনা। সরকারের পতন ঘটে। বিশৃঙ্খল পরিস্থিতিতে সারা দেশে পুলিশের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। জনজীবন অনিরাপদ হয়ে যায়। এ অবস্থায় পুলিশ পোশাক পরা বন্ধ করে দেয়। থানায় থানায় গেইট লক করে দেয়া হয়। অফিসিয়াল কাযর্ক্রম থেমে যায়।
এমতাবস্থায় চরম দুর্ভোগে পড়ে প্রান্তিক পর্যায়ের লোকজন। রাজনৈতিক কর্মী ও ছাত্ররা নিরাপত্তা দিতে মরিয়ে হয়ে মাঠে করে। তবে নানা ফাঁকফোকর বা সুযোগ নিয়ে অপরাধী চক্র দখলবাজী সহ নানা সংঘাত ঘটানোর চেষ্টা করে।
এমতাবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার পুলিশকে সাহস যুগিয়ে দ্রুততম সময়ে আর প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করে রোববার ঘোষণা দেন সোমরার থেকে পুলিশের কার্যক্রম শুরু করতে। তারই প্রেক্ষিতে তাদের কাযর্ক্রম শুরু করেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশও।