এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ


অবিলম্বে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম কে মুক্তি দিন, অন্যথায় দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন,ছাত্র- জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পরেও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো জামিনে মুক্তি না হওয়ায় আমরা বিস্মিত। এটিএম আজহারুল ইসলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল এক বলিষ্ঠ কণ্ঠস্বর। মিথ্যা, সাজানো ও বায়বীয় অভিযোগের ভিত্তিতে প্রশ্নবিদ্ধ বিচারের নামে প্রহসন করে তাকে সাজা দেওয়া হয়েছিল। আওয়ামী ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ায় তাদের আমলের মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার আর কোন কার্যকারিতা থাকার কথা নয়।
আজহারুল ইসলামের মুক্তি নিয়ে আমরা আর কোন তালবাহনা দেখতে চাই না। বক্তারা অবিলম্বে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকার কে মুক্তি দিতে বাধ্য করা হবে।
বিকাল ৪ টা থেকে হাজার হাজার নেতাকর্মী কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা মাঠে সমবেত হয়। আছরের সালাত আদায় শেষে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্বরে সমাবেশে মিলিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, জেলা মজলিসে শূরা সদস্য ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহীম নূরী। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর চেয়ারম্যান মওলানাদেলাওয়ার হোসাইন,
জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, , সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম ও অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান প্রমুখ।