এবার মিয়ানমার থেকে ছোড়া গোলায় বাংলাদেশি যুবক আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোঁড়া গোলায় আরো একজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিমকুল পাহাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সৈয়দ আলম ওই এলাকার কাদের হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিল সৈয়দ আলম। এসময় মিয়ানমার থেকে ছোড়া গোলা গাছের সঙ্গে লেগে সৈয়দ আলমের কপালে আঘাত করে। ফলে কপাল ফেটে রক্তক্ষরণ শুরু হয়। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এক বাংলাদেশি নারীসহ দুজন নিহত হন। এসময় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
এদিকে মিয়ানমারের অভ্যন্তরে চলামান সংঘাতের জেরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) সদস্যসহ আরো ৩৫ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। দুপুরের পর বিজিপি সদস্যসহ দেশটির অন্যান্য বাহিনীর আরো ৩৫ জন যোগ হয়ে সর্বমোট ২৬৪ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন জানান, সোমবার রাত থেকে উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হচ্ছে। আহতের বিষয়ে শুনেছি বিস্তারিত পরে জানানো হবে।