এমপি কমলের পক্ষ থেকে রামুর পুজামণ্ডপে উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময়

fec-image

কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর পক্ষ থেকে রামু উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপে পুজার উপহার পৌঁছে দিয়েছেন ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তাঁরা এমপি কমলের পক্ষ থেকে সনাতন সম্প্রদায়সহ সকলকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।

রবিবার (২৫ অক্টোবর) মহানবমী দিবসের বিকেলে রামু উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক ও স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক ও রামু যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়ার নেতৃত্বে বিকেল ৪ টা থেকে রামু উপজেলার কচ্ছপিয়া তিতারপাড়া পুজামণ্ডপ, কাউয়ারখোপ পুজামণ্ডপ, জোয়ারিয়ানালার পূর্ব নোনাছড়ি রমনীপাহাড় পুজামণ্ডপ,, হাসপাতাল গেইট মা মগদ্বেশ্বরী পুজামণ্ডপ,, ফতেখাঁরকুলের মেরংলোয়া শর্মাপাড়া পুজামন্ডপ, উত্তর ফতেখাঁরকুল বনিকপাড়া পুজামণ্ডপ,, রাজারকুলের রামকোট তীর্থধাম পুজামণ্ডপ,, পালপাড়া ভুলু পালের বাড়ি পুজামণ্ডপ,, ইশান পালের বাড়ি পুজামণ্ডপ, কালি শংকর ধরের বাড়ি পুজামণ্ডপ, মা মগদ্বেশ্বরী মন্দির পুজামণ্ডপ, দক্ষিণ মিঠাছড়ির উমখালী নর্বানন্দ ধরের বাড়ি পুজামন্ডপ, দীপক ধরের বাড়ি পুজামন্ডপ, শর্মাপাড়া পুজামণ্ডপ পরিদর্শন করেন।

এসময় ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক, সাইমুম সরওয়ার কমল এমপি’র ব্যক্তিগত সহকারি, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ রামুর সভাপতি একরামুল হাসান ইয়াছিন, জেলা হিন্দু যুব পরিষদের আহবায়ক সুমন চক্রবর্তী পাইলট, রামু স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আরিফ খাঁন জয়,রামু উপজেলা হিন্দু মহাজোট সভাপতি সুজন চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিবেকানন্দ শর্মা, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রামু উপজেলার সাংগঠনিক সম্পাদক শাকিল বিন হোছাইন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এমপি কমল, পুজামণ্ডপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন