এমবাপ্পেকে ১০০ কোটি ইউরোতে ১০ বছরের চুক্তির প্রস্তাব পিএসজির!


কিলিয়ান এমবাপ্পেকে ১০ বছর মেয়াদি ১০০ কোটি ইউরোর এক প্রস্তাব দিয়েছে পিএসজি। এ প্রস্তাব মেনে নিলে ৩৪ বছর বয়স পর্যন্ত প্যারিসেই থাকবেন এই ফরাসি ফরোয়ার্ড। প্রকারান্তরে, এটা একটি ‘লাইফটাইম কনট্র্যাক্ট’। খবর ডিফেন্সা সেন্ট্রালের।
২৪ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন এ প্রস্তাবটি গ্রহণ করলে খেলাধুলার ইতিহাসে এটাই হবে সবচেয়ে আকর্ষণীয় চুক্তি এবং ফোর্বসের (সর্বোচ্চ বেতন) তালিকায় শীর্ষে থাকার এটাই হবে এমবাপের সেরা সুযোগ।
অবশ্য এমবাপ্পে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, টাকা পয়সা তাকে উদ্বুদ্ধ করবে না। রিয়ালে গিয়ে সম্ভাব্য সব ট্রফি জেতার বাসনা তার। পিএসজিও এমবাপ্পেকে জানিয়ে দিয়েছে, হয় তিনি নতুন চুক্তি করবেন নয়তো এই মৌসুমে তাকে বেচে দেওয়া হবে।
ঘটনাপ্রবাহ: এমবাপ্পে, পিএসজি
Facebook Comment