এলপিএলের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি
অবশেষে নতুন কোন দলের হাতে উঠল লঙ্কান প্রিমিয়ার লিগের শিরোপা। ডাম্বুলা অরাকে ১ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়ে লঙ্কান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন ক্যান্ডি। আগের তিন আসরের সবকটিতেই শিরোপা উঁচিয়ে ধরেছিল জাফনা কিংস।
টস জিতে প্রথমে ব্যাট করে ডাম্বুলা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছিল। দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ৩ ছক্কার সাহায্যে ২৯ বলে খেলেন ৪০ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া সাদিরা সামারাবিক্রমা করেন ৩৬ রান (৩০ বল) এবং কুশল পেরেরা অপরাজিত ৩১ রান (২৫ বল) করেন। ক্যান্ডির হয়ে ২ উইকেট নেন চতুরঙ্গ ডি সিলভা।
রান তাড়া করতে নেমে শুরুতে দারুণ শুরু করেছিল ক্যান্ডি। তবে ওপেনিং জুটি থেকে আসে ৪৯ রান। এরপর দীনেশ চান্ডিমালের সঙ্গে ৪৫ রানর জুটি করেন কামিন্দু মেন্ডিস। ৪৪ রানে আউট হন কামিন্দু মেন্ডিস। এরপর নামেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।
তবে চান্ডিমালের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ক্যান্ডি। তবে ম্যাথুজ ও লাহিরু মাদুশঙ্কা শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। অধিনায়ক ম্যাথুজ খেলেন অপরাজিত ২৫ রানের ইনিংস। ফলে এক বল হাতে রেখে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শিরোপা জিতে নেয় বি লাভ ক্যান্ডি। এলপিএলে এটি তাদের প্রথম শিরোপা।