parbattanews

এশিয়া কাপ খেলতে করাচিতে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক:

করাচির সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে কাজী নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ অনূর্ধ-২৩ দল।

কড়া নিরাপত্তার মধ্যদিয়ে করাচিতে পৌঁছেছে দলটি। গেল কয়েকদিন আগে করাচিতে চীনা কনস্যুলেটে সন্ত্রাসী হামলায় প্রাণহানি ঘটে কয়েকজনের। এর সপ্তাহ খানেক পরেই করাচিতেই যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের সম্ভাবনাময় তরুণেরা। যার ফলে তাঁদের নিরাপত্তা নিয়ে একটু শঙ্কিত হবারই কথা। তাই বাংলাদেশ দলকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিচ্ছে পাকিস্তানি প্রশাসন।

উদ্বেগ-উৎকণ্ঠা নিয়েই সোমবার(৩ ডিসেম্বর) বিকেলে করাচির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশের ইমার্জিং দল। ঢাকা-দোহা হয়ে করাচিতে পৌঁছাতে অবশ্য বাংলাদেশ দলটির সময় লেগেছে অনেক। ৪ ডিসেম্বর সকালে গিয়ে তারা পৌঁছায় করাচিতে।

বৃহস্পতিবার(৬ ডিসেম্বর) সকাল ১০টায় আরব আমিরাতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ অনুর্ধ-২৩ দল।

Exit mobile version