এসএসসিতে রাজস্থলী উপজেলায় পাসের হার ৫৭.৬০ শতাংশ, জিপিএ-৫ শূন্য

fec-image

রবিবার (১২ মে) বেলা ১১টার পর সারাদেশে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় এই বছর এসএসসি বা সমমান পরীক্ষায় পাশের হার ৫৭.৬০ শতাংশ। এদিকে রাজস্থলী উপজেলায় এবার কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি ।

রবিবার বেলা ১২টায় রাজস্থলী তাইতং পাড়া উচ্চ সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে এ ফলাফল সংগ্রহ করা হয়।

রাজস্থলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত) সৈয়দ মাহমুদ হাসান জানান, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় রাজস্থলী উপজেলার মোট ০৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৭২১ জন পরীক্ষার্থী অংশ নেন। তারমধ্যে পাশ করেছে ৩৭১ জন শিক্ষার্থী।

রাজস্থলী সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫৯ জন, পাশ করেছে ৯০ জন, পাশের ৫৭.৬০ শতাংশ। বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়, (স্কুল শাখা) ২৯৭ জনের মধ্যে পাশ করে ১৪৭ জন, পাশের হার ৪৯.৪৯ শতাংশ। গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় ১৫০ জনের মধ্যে ৬৬ জন পাশ করে, পাশের হার ৪৪ শতাংশ। রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে ৪২ জনের মধ্যে ২৬ জন পাশ করে, পাশের হার ৬১.৯০ শতাংশ। বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয় কারিগরি শাখায় ৭৩ জনের মধ্যে ৪২ জন পাশ করে, পাশের হার ৫৭.৫৩ শতাংশ। তবে রাজস্থলীর ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

রাজস্থলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত) সৈয়দ মাহমুদ হাসান বলেন, এসএসসির ফলাফলে আমরা খুশি না। টোটাল রেজাল্ট আরো ভালো করা দরকার ছিল। শিক্ষক ও অভিভাবকরা আরো আন্তরিক হলে ফলাফল ভালো হতো।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এসএসসি, রাঙামাটি, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন