এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ৯ মে
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সম্মতি পেলে আগামী ৯ মে প্রকাশ করা হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবার দেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
আজ রবিবার আন্তঃবোর্ড সমন্বয় সাব- কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
তাসলিমা বেগম জানান, এ বছর ২৭ হাজার ৬৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা দেয়া ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬৮ হাজার ২৬৮ জন ছাত্র এবং ৬ লাখ ৩৪ হাজার ৯৩৫ জন ছাত্রী।
এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ৯ লাখ ৮৯ হাজার ৮১৭ পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৮৮ হাজার ৪৮২ জন ছাত্র এবং ৫ লাখ ১ হাজার ৩৩৫ জন ছাত্রী। দাখিলে ২ লাখ ২৫ হাজার ২৬ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৫ হাজার ৬৬২ জন ছাত্র ও ১ লাখ ৯ হাজার ৩৬৪ জন ছাত্রী।
এছাড়া কারিগরি বোর্ডে ৬৪ হাজার ১২৪ জন ছাত্র এবং ২৪ হাজার ২৩৬ জন ছাত্রী মিলিয়ে মোট ৮৮ হাজার ৩৬০ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দেয়। দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলি, দোহা, আবুধাবি, দুবাই ও বাহরাইন কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৯৩ জন।