এসএ গেমসে বাংলাদেশের প্রথম সোনা জয়ী দিপু চাকমা


নেপালের এসএ গেমসে প্রথম সোনার পদক জিতলো বাংলাদেশ। আর এ সোনা জয়ী হলেন দিপু চাকমা। সোমবার (২ ডিসেম্বর) তায়কোয়ান্দোতে এসেছে কাঙ্ক্ষিত সেই পদক।এর মধ্য দিয়ে বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দিলেন দিপু চাকমা।
তায়কোয়ান্দো দো হলে অনুষ্ঠিত ছেলেদের একক পুমসায় ঊর্ধ-২৯ শ্রেণিতে দিপু হারিয়েছেন ভারতের প্রতিযোগীকে।
এর আগে ২০১০ সালে ঢাকার এসএ গেমসে সর্বোচ্চ দুটি সোনার পদক পেয়েছিল বাংলাদেশ। শারমিন রুমি ও শাম্মি আক্তার দেশকে দুটি সোনা এনে দিয়েছিলেন। ২০০৬ সালে কলম্বোতে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছিলেন মিজানুর রহমান।
ঘটনাপ্রবাহ: এসএ গেমস, দিপু চাকমা, সোনার পদক
Facebook Comment