ঐক্যবদ্ধ হচ্ছে পার্বত্য বাঙালী সংগঠনগুলো
নুরুল ইসলাম, পার্বত্য নিউজ ডট কম, ঢাকা, ৩১ মে:
অবশেষে ঐক্যবদ্ধ হচ্ছে পার্বত্য বাঙালীদের অধিকার রক্ষা বিষয়ে আন্দোলনকারী সংগঠনগুলো। গত ২৯ মে রাঙামাটিতে একটি বৈঠকে মিলিত হয়। পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালী যুবফ্রন্ট, গণপরিষদসহ পার্বত্য বাঙালীদের প্রতিনিধিত্বকারী সকল সংগঠন ও এর সকল গ্রুপের নেতারা এই বেঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত এক প্রভাবশালী সদস্য নাম প্রকাশ না করার শর্তে পার্বত্য নিউজডট কম কে এ খবর নিশ্চিত করেছেন। আগামী সোমবার এ বিষয়ে পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, পার্বত্য ভূমি কমিশন সংস্কার প্রস্তাব মন্ত্রী সভায় অনুমোদনের পর তা বাতিলের দাবীতে আন্দোলন ঘোষণায় এক ধরণের হযবরল পরিস্থিতি সৃষ্টি হয়। বিদ্যমান বিশৃঙ্খল অবস্থায় আন্দোলন পরিচালনা করা ও তা থেকে ফল লাভ যে অসম্ভব তা সকলের বোধগম্য হয়। ফলে সকলেই ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভব করেন। এ প্রেক্ষিতেই ঐক্যের বিষয়টি সামনে চলে আসে। পার্বত্য বাঙালীদের অধিকার রক্ষার আন্দোলনকারী সংগঠন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও সমঅধিকার আন্দোলন বর্তমানে বহুধা বিভক্ত এবং আভ্যন্তরীণ দ্বন্দ্বে কাহিল, পার্বত্য গণপরিষদ রয়েছে নাম স্বর্বস্ব অবস্থায়। এ সংগঠনগুলোর সাংগঠনিক কাঠামো এবং কমাণ্ড এন্ড কন্ট্রোল নেই বললেই চলে। এ অবস্থায় ঐক্যের উদ্যোগে আশাবাদী হয়ে উঠেছে পার্বত্য বাঙালীরা।
সূত্র মতে, বাঙালী নেতৃবৃন্দ বৈঠকে মন্ত্রী পরিষদে পাশকৃত ভূমি কমিশন সংস্কার প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত সকলে একবাক্যে স্বীকার করেন যে, প্রস্তাবিত ভূমি কমিশন সংস্কার আিইন বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগামে পূনর্বাসিত বাঙালীদের অস্তিত্ব বিলীন হবে। এ আইন সন্তু লারমার জুম্মল্যাণ্ড বাস্তবায়নরে পথে বিরাট অগ্রগতি। কাজেই নিজেদের অস্তিত্ব রক্ষায় চরম আন্দোলনের কোনো বিকল্প নেই। জীবনের বিনিময়ে হলেও সরকারকে এই আইন কোনোভাবে সংসদে পাশ করতে দেয়া যাবেনা। সে কারণে দরকার চরম আন্দোলন।
নেতৃবৃন্দ মনে করেন, নিজেদের মধ্যে বিভক্তি রেখে জোরালো আন্দোলন করা ও সরকারকে দাবী আদায়ে বাধ্য করা সম্ভব নয়। ফলে ঐক্য এখন সময়ের দাবী। নিজেদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই সব বিভেদ, ক্ষুদ্র স্বার্থ ভুলে এই ঐক্য গড়ে তুলতে হবে বাঙালী নেতৃবৃন্দ মত প্রকাশ করেন। এ লক্ষ্যে আগামী সোমবার আবার তারা মিলিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।