ওসি প্রদীপসহ তিন জনের ৭দিন করে রিমান্ড মঞ্জুর

fec-image

টেকনাফে মেজর (অবঃ) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর মামলায় ৯ আসামীর তিনজনকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার(৬ আগস্ট) বিকেলে ৭ আসামীর জামিন আবেদন নামঞ্জুর করে আসামীদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়ে বিচারক এজলাস থেকে উঠে যান।

ওই আদেশে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহারকৃত ইন্সপেক্টর লিয়াকত আলী সহ ৭ আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।

কিন্তু মামলা তদন্তকারী সংস্থা র‍্যাব এতে সন্তুষ্ট হতে পারেনি। র‍্যাব আসামীদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

এতেকরে টেকনাফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিন মাগরিবের পরে আবার আদালত বসিয়ে শুনানী করেন। এসময় বাদীর পক্ষের রিমান্ডের শুনানী করেন এড মোহাম্মদ মোস্তফা।

শুনানী শেষে বিচারক আসামি প্রদীপ, লিয়াকত ও নন্দলাল সহ তিনজনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য চারজন আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এসময় আদালত প্রাঙ্গনে র‍্যাব -১৫ এর সিও লে. কর্নেল আজিম উদ্দিন আহমদসহ র‍্যাব ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিজ্ঞ মহলের মতে এই ঘটনা নজির বিহীন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন