parbattanews

ওয়ানডেতে বাবরের দ্রুততম ৫ হাজার রান

ওয়ানডেতে দ্রুততম পাঁচ হাজার রানের কীর্তিটা এতদিন ছিল হাশিম আমলার। এবার ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে শত ইনিংস খেলার আগেই এই কীর্তিটা নিজের করে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

নিউ জিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে এই কীর্তি গড়েছেন বাবর। দ্রুততম ৫ হাজার রান করতে তার লেগেছে ৯৭ ইনিংস। তবে এই রান করতে পারা ১৪তম ব্যাটার তিনি।

হাশিম আমলার দ্রুততম ৫ হাজার রানের জন্য লেগেছিল ১০১ ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ভিভ রিচার্ডস ও ভারতের বিরাট কোহলিও তাদের কাছে নেই। দু’জনের লেগেছে ১৪ ইনিংস।

বাবর প্রথম ওয়ানডেতেই আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান পূরণ করার গৌরব অর্জন করেছেন। সব মিলে তার ২৭৭ ইনিংস লেগেছে। পাকিস্তানিদের মধ্যে যা দ্রুততম। আর এশিয়ানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম।

ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার:
১. বাবর আজম (৯৭ ইনিংস)
২. হাশিম আমলা (১০১ ইনিংস)
৩. স্যার ভিভিয়ান রিচার্ডস (১১৪ ইনিংস)
৪. বিরাট কোহলি (১১৪ ইনিংস)
৫. ডেভিড ওয়ার্নার (১১৫ ইনিংস)

Exit mobile version