parbattanews

ওয়েবসাইট জটিলতায় ঢাবির ভর্তি আবেদন স্থগিত

ফাইল ছবি

প্রযুক্তিগত সমস্যার কারণে আগামী রবিবার রাত আটটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) এ সংক্রান্ত একটি বার্তা দেখানো হচ্ছে।

এর আগে, গত সোমবার বিকেল পাঁচটায় ভর্তির আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তবে শুরু থেকেই ওয়েবসাইট জটিলতায় ভোগান্তিতে পড়ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। দীর্ঘক্ষণ ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেও অনেকেই সফল হননি।

ভর্তি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, অনেক বেশি আবেদনের অনুরোধ আসায় এই সমস্যা তৈরি হয়েছে। তবে শুরুর দিন থেকেই বিষয়টি শীঘ্রই সমাধান করার আশ্বাস দেওয়া হলেও সর্বশেষ বৃহস্পতিবার দুপুরেও একই সমস্যা দেখা যায়।

পরে ওয়েবসাইটে প্রদর্শিত একটি বার্তায় বলা হয়, ‘এখন পর্যন্ত মোট এক লাখ পাঁচ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বর্তমান সিস্টেমে প্রচণ্ড চাপের কারণে আবেদনকারী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। দুর্ভোগ কমানোর উদ্দেশ্যে আরও দুইটি সার্ভার স্থাপনের কাজ আজ হতে আগামী রবিবার রাত ৮টা পর্যন্ত চলবে। এসময় ভর্তির আবেদন গ্রহণ স্থগিত থাকবে। পরবর্তীতে ভর্তি আবেদনের ও টাকা জমা দেয়ার শেষ তারিখ সমন্বয় করা হবে।’

বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে এটা হচ্ছে। সংশ্লিষ্টরা এটা নিয়ে কাজ শুরু করেছেন। শীঘ্রই বিষয়টি সমাধান হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Exit mobile version