কংগ্রেস নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার নির্দেশ


ভারতের আসামে কংগ্রেসের এক দলীয় সভায় রবীন্দ্র সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গেয়েছিলেন এক কংগ্রেস নেতা। এর জেরে কংগ্রেসের কয়েকজন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। খবরটাইমস অব ইন্ডিয়ার।
এরআগে গত সোমবার বিজেপিশাসিত আসামের করিগঞ্জে দলীয় বৈঠকে কংগ্রেস নেতা বিদ্যু ভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা একে বৃহত্তর ভূ-রাজনৈতিক উদ্বেগের সঙ্গে যুক্ত করে বলেন, এটা ‘গ্রেটার বাংলাদেশ’ তত্ত্বের সঙ্গে সংযুক্ত।
তিনি অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের যারা ভারতের পুরো উত্তর-পূর্বাঞ্চলকে তাদের দেশের সঙ্গে অন্তর্ভুক্ত করতে চান, কংগ্রেস তাদের মদদ দিচ্ছে। বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া ওই পরিকল্পনার অংশ।’
হিমন্ত বিশ্বশর্মা একে জনগণের অনুভূতির সঙ্গে গুরুতর প্রচারণা বলে অভিহিত করেন। তিনি বলেন, কংগ্রেসের নেতাদের শিগগিরই গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস। দলটির নেতা গৌরব গগৈ বলেন, ‘এই গানটি লেখা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার আগে এবং এটা বাঙালীর আবেগের সঙ্গে জড়িত।’
বিজেপি সব সময় বাংলা ভাষা ও সংস্কৃতিকে অপমান করে বলে অভিযোগ করেন গগৈ।

















