কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অগ্নিকাণ্ড


কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউপির নতুন অফিস বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দুটি দোকান ও একটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেলেও অন্যান্য দোকান ও মালামালের ক্ষয়ক্ষতি হয়নি। । মঙ্গলবার রাত দেড়টায় এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী মাওলানা রমজান আলী জানান, গভীর রাতে লোকজন মার্কেটে আগুনের লেলিহান দেখতে পায় এবং চিৎকারে ঘুমন্ত ব্যবসায়ী ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। স্থানীয়দের দীর্ঘ চেষ্টায় পুরো মার্কেটটি আগুন থেকে রক্ষা পায়। সংবাদ পেয়ে রামু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তার আগে দুটি দোকান ও একটি কার গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
গাড়ীটি হচ্ছে কক্সবাজার মটর ড্রাইভিং কেন্দ্রের স্বত্বাধিকারী নুরুল আমিন ড্রাইভারের প্রশিক্ষণ গাড়ি এবং দোকানটিকে তিনি প্রশিক্ষণ অফিসের পাশাপাশি পার্টসের দোকান হিসেবে ব্যবহার করতেন। অপরটি রমজান মোবারক নামের ব্যক্তির ফুলের দোকান। আগুনের সুত্রপাত নিশ্চিতভাবে এখনো জানা যায়নি।