কক্সবাজারের উখিয়ায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে উখিয়া সম্মিলিত নাগরিক পরিষদ। আজ শনিবার দুপুরে উখিয়া ষ্টেশন চত্বরে দীর্ঘ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, মরিয়মের পিতা আমীর হামজা সহ অন্যরা। মানববন্ধনে উখিয়া সদর, রাজাপালং ও রত্মাপালং ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশ নেন।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের দরিদ্র আমির হামজার কিশোরী কন্যা মরিয়ম খাতুন তার কথিত প্রেমিক শিবলীকে নিয়ে উখিয়া উপজেলার সদরে অবস্থিত লিটল স্টুডিওতে ছবি তুলতে গেলে স্টুডিও মালিক সোহেল চন্দ্র নাথ রানা জিম্মি করে ধর্ষণ করে এবং ক্যামেরার মাধ্যমে আপত্তিকর ছবি তুলে। পরে রাতে বাড়িতে এসে ওই কিশোরী পরদিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এঘটনা জানাজানি হয়ে গেলে পুলিশ স্টুডিও মালিক রানাকে গ্রেফতার করে।

এদিকে ক্ষমতাসীন দলের স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপ ধর্ষকদের ছাড়িয়ে নিতে জোর তদবির চালাচ্ছে বলে অভিযোগ করেন মানববন্ধনের আয়োজকরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন