কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় পৃথক ২ টি সড়ক দূর্ঘটনায় ২ মারা গেছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০ টায় চকরিয়ার মালুমঘাট এলাকায় একটি মাহেন্দ্র গাড়ি উল্টে এক যুবক মারা যান। এসময় তিনজন আহত হয়। তবে নিহতের নাম ঠিকানা পাওয়া যায়নি।
অপরদিকে বেলা ২ টার দিকে চকরিয়া স্টেশনে একটি যাত্রীবাহি শ্যামলীমা বাসের সাথে পিকআপ এর মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত বড়–য়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Facebook Comment