parbattanews

কক্সবাজারের লং বিচ হোটেলের মাধ্যমে কনসার্টে ফিরলেন চিরকুট ব্যান্ড 

করোনা ভাইরাসে সঙ্গীতসহ সাংস্কৃতিক অঙ্গনের নানা কর্মকাণ্ড থেমে ছিলো। সংস্কৃতি অঙ্গন আবারও সরব হতে শুরু করেছে। এর মধ্যে কাজে ফিরেছেন চিরকুট ব্যান্ড। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কক্সবাজারের লং বিচ হোটেলে কনসার্টের মাধ্যমে ফিরছে ব্যান্ড চিরকুট। এর মাধ্যমে করোনা সংক্রমণের পর দলটি প্রথমবারের মতো অনলাইনের বাইরে কনসার্টে অংশ নিচ্ছে।

ব্যান্ডটির অন্যতম সদস্য শারমীন সুলতান সুমি জানিয়েছেন, ‘করোনার যখন পিক টাইম তখন আমরা প্রায় ৭টির মতো গান তৈরি করেছি, প্রকাশ করেছি। চেয়েছি, মানুষকে ভালো রাখতে। তবে এখন কনসার্টে ফেরার সময়। স্বাস্থ্যবিধি মেনে নাটক, সিনেমা, অফিস, শপিং করা গেলে কনসার্ট কেন নয়? কনসার্টেও আমাদের ফেরা উচিত। এ কারণে ইনডোর কনসার্টের মাধ্যমে আমরা ফিরছি।’

তিনি জানান, চলতি মাসের ১৫ তারিখে ও আগামী মাসে আরও কয়েকটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি। সুমি বলেন, ‘পুরো আয়োজনগুলো আমরা স্বাস্থ্যবিধি মেনে করব। মানুষেরা এখন কাজে ফিরেছেন। তাদের যেমন বিনোদন দরকার, তেমনি আমাদেরও কাজে ফেরা জরুরি।’

এদিকে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) জানায়, করোনা সংক্রমণের পর এখনও কোনও ব্যান্ড কনসার্টে ফেরেনি। সে হিসেব ধরলে চিরকুট প্রথম ব্যান্ড হিসেবে কনসার্ট শুরু করছে।

বামবার সাধারণ সম্পাদক শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘এখনও তো পাবলিকলি জনসমাগম নিষিদ্ধ। এ কারণে আমরা তেমন কিছু করতে পারছি না। আর ইনডোর বা কর্পোরেট কনসার্টে যতদূর জানি দু’একটি সলো শিল্পী গাইলেও কোনও ব্যান্ড এখনও ফেরেনি।’

তিনি জানান, বিষয়গুলো নিয়ে আগামী ডিসেম্বরে একটি ঘোষণাও দিতে পারে বামবা। অন্যদিকে চিরকুট জানায়, শুধু কনসার্টই নয়, আগামী মাসে গান নিয়ে বড় ঘোষণা আসছে তাদের তরফ থেকে।

Exit mobile version