parbattanews

কক্সবাজারের সড়ক দূর্ঘটনায় ২ চালক নিহত

দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসের ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওয়ের ইসলামপুর পুরাতন ডুলাফকির রাস্তার মাথায় অংশে যাত্রীবাহী মাইক্রোবাস ও বাসের সংঘর্ষে দুই চালক ঘটনাস্থলেই নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে।

শনিবার (২৫ মে) বিকেল ৪টায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ওই স্থানে পৌছানো মাত্রই যাত্রীবাহী কক্সবাজারমুখী মাইক্রোবাস ও চকরিয়ামুখী বাসের সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রো চালক মো. ইয়াকুব (৩৭) ও যাত্রী অটো রিক্সা চালক মো. আলমগির (৩৫) ঘটনাস্থলেই মারা যায়।

নিহত মাইক্রোবাস চালক কক্সবাজার সদর উপজেলার কলাতলী আদর্শ গ্রামের মো. ইউছুফের ছেলে এবং অপর নিহত অটোরিকশা চালক পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার পৌরসভার ফুলতলা এলাকার মৃত আমীর হোসেনের ছেলে।

এছাড়া উভয় গাড়ির আরও অন্তত ১৫ জন কম বেশি আহত হয় বলে জানা গেছে।

ঈদগাঁও পুলিশের আইসি আসাদুজ্জামান ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত গাড়ি ও লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশের জিম্মায় নিয়েছে।

হাইওয়ে পুলিশের পরিদর্শক আলমগির হোসেন ২ জন নিহতের সত্যতা জানিয়ে বলেন, দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টি তাদের হেফাজতে রয়েছে এবং লাশ দুটি প্রশাসনিক প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version