কক্সবাজারে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়মের অভিযোগ, আটক ২
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় পাসপোর্ট অফিসের ৩ কর্মচারির ব্যাপক অনিয়মের তথ্য পেয়েছে দুদক।
তবে তৎক্ষণাৎ ২ ব্যক্তিকে আটক করা গিয়েছে।
আটককৃতরা হলো, কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়ার ১১ নং ওয়ার্ডের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুস সবুর (৩২) ও পেকুয়া শীলখালীর সব্বির আহমদের ছেলে মনির উদ্দিন (৬০)।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানে তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শাহজাদী মাহাবুবা। এসময় ভুক্তভোগীরাও সরাসরি অভিযোগ দিয়েছেন।
এদিকে, ২ জনকে জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে পাসপোর্ট পাইয়ে দেওয়াসহ কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ৩ কর্মচারির ব্যাপক অনিয়মের তথ্য পেয়েছে দুদক।
এ সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার জেলা সমন্বিত অফিসের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, পাসপোর্ট অফিসের ২ কর্মচারী তাদের বিরুদ্ধে অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন। আমরা তথ্যগুলো নিয়েছি। যাচাই-বাছাই করা হচ্ছে। অপর অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মী খাদেমুল ইসলাম সাগর পালিয়ে যাওয়ায় তার তথ্যগুলো নেওয়া সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাপ্রার্থীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় ২ জনকে আটক করে তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রট সৈয়দা শাহজাদী মাহাবুবা বলেন, সরকারি কাজে বাধা প্রদান ও গ্রাহক হয়রানীর অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ সালের ১৮৬ ধারায় আটক ২ দালালের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।
নিউজটি ভিডিওতে দেখুন: