কক্সবাজারে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু পরিদর্শনে আইসিসি প্রতিনিধি দল
জমি দেখে সন্তোষ প্রকাশ : প্রাথমিক নির্মাণ কাজ চলছে
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কক্সবাজারে ভেন্যু এবং ক্রিকেট গ্রাউন্ডস পরিদর্শন করেছেন আইসিসি প্রতিনিধি দল। সোমবার সকালে আইসিসি প্রতিনিধি দল প্রথমে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে নির্মাণাধীন প্র্যাক্টিস গ্রাউন্ড পরিদর্শন করেন। পরে দলটি সৈকত লাগোয়া কক্সবাজার পর্যটন গলফ মাঠে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রাথমিক নির্মাণ কাজ পরিদর্শন করেন।
গত ১৮ এপ্রিল কক্সবাজারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে গলফ মাঠটি বরাদ্ধের জন্য প্রধানমন্ত্রী অনুমোদন দেন। এর পরদিনই বিসিবির কর্মকর্তারা গলফ মাঠটিতে স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করেন। আগামী ২০১৪ সালের টি-টোয়েন্টি মাহিলা বিশ্বকাপকে সামনে রেখে কক্সবাজারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করছে বিসিবি। কক্সবাজার ভেন্যুতে স্বাগতিক বাংলাদেশসহ আটটি ক্রিকেট দলের ১২টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে।
পরিদর্শন শেষে দুপুরে বিসিবির কর্মকর্তারা জানান, আইসিসি দলটি ভেন্যু ছাড়াও কক্সবাজারের আবাসন ব্যবস্থা, প্র্যাক্টিস ও খাবার ফ্যাসেলিটি ঘুরে দেখেন। আইসিসির প্রতিনিধি দল কক্সবাজারের নির্মাণাধীন ক্রিকেট স্টেডিয়ামসহ পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করে আইসিসির সদর দপ্তরে রিপোর্ট দেবেন। প্রতিনিধি দল আসন্ন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য এই ভেন্যু পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে মিডিয়ার সামনে তারা কোন মন্তব্য করেন নি।
প্রতিনিধি দলে ছিলেন, আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস্টোফার টেট্লি, ধিরাজ মালহোত্রা, ক্রিকেট অপারেশন ম্যানেজার ক্লাইভ হিচকট, ব্রডকাস্ট ডিরেক্টর পল ঘোষ, খেলোয়াড় প্রতিনিধি ইয়ান স্মিথ ও ইউহ্যাম ট্যুলস। এছাড়া বিসিবির পরিচালক মাহবুব আনাম, আ জ ম নাছির উদ্দিন, গ্রাউন্ডস ফ্যাসেলেটিজ ম্যানেজার লোকমান হোসেন ভুইয়াসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিতি ছিলেন।