parbattanews

কক্সবাজারে আবাদী জমি থেকে গুচ্ছগ্রাম প্রকল্প সরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার সদরের ভারুয়াখালী লবণের মাঠ দখল করে গুচ্ছ গ্রাম করার প্রতিবাদে কক্সবাজার জেলা প্রশাসক ভবনের সামনে বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাধারণ লবনচাষিদের সাথে এতে অংশ নেন কক্সবাজারের সচেতন নাগরিক। তাদেরে দাবি যেকোন মূল্যে এই প্রকল্প আবাদী জমি থেকে অপসারণ।

জেলা আওয়ামী লীগের মহিলা নেতৃ নাজনিন সরওয়ার কাবেরী বলেন,
এই জেলার একমাত্র কর্মসংস্হান লবণ ও চিংড়ি প্রকল্প নষ্ট করে গুচ্ছগ্রাম অযৌক্তিক। লবণচাষিদের ও দেশের স্বার্থে আমরা দেশ রক্ষায় সদা জাগ্রত আছি। অতিসত্বর ভূমি মন্ত্রণালয়, তদন্ত করে ওই গুচ্ছগ্রাম প্রকল্প অনাবাদী অকৃষি ভূমিতে স্থানান্তরের আহ্বান জানাচ্ছি। গৃহহারা মানুষকে গৃহ দিতে গিয়ে সিংহভাগ মানুষ নিঃস্ব হবে, তা হতে দেবনা।
তিনি বলেন,  দাবি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Exit mobile version