কক্সবাজারে আরকান আর্মির ইউনিফর্মসহ তিন বাংলাদেশি আটক


কক্সবাজার সদর উপজেলায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্মসহ তিনজন বাংলাদেশিকে আটক করেছে র্যাব -১৫।
রোববার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত রোববার বিকেলে উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাট এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা শফিকা আক্তার (৩৭), মিনুয়ারা আক্তার (৩৩) ও ১৪ বছরের একটি শিশু।
পোশাকের পাশাপাশি তাঁদের কাছে থাকা চারটি মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ম ফারুক বলেন, কয়েক মাস ধরে কক্সবাজারে আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
তাদের কঠোর নজরদারির ধারাবাহিকতায় র্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, সদর উপজেলা থেকে কতিপয় দুষ্কৃতকারীর মাধ্যমে আরাকান আর্মির ইউনিফর্ম রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৌঁছানো হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়াঘাটপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
র্যাব কর্মকর্তা ফারুক জানান, এ সময় দুই নারী ও একটি শিশুকে আটক করা হয়। তাঁদের কাছে আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্ম পাওয়া যায়।
টের পেয়ে ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদ (৫০) নামের একজন পালিয়ে যায়। আটক নারীরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, পলাতক নুর মোহাম্মদের নেতৃত্বে তাঁরা এই ইউনিফর্ম তৈরি করেন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করেন।