কক্সবাজারে ইয়াবাসহ আসামি আটক
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোষ্ট থেকে বার্মিজ ইয়াবাসহ এক আসামিকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুর পৌণে তিনটার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোষ্টের সদস্যরা কক্সবাজার জেলার রামু উপজেলার ৯নং খুনিয়াপালং ইউপি’র মরিচ্যা যৌথ চেকপোষ্ট নামক স্থানে মরিচ্যা বাজার থেকে কক্সবাজারগামী ইজিবাইক তল্লাশি করে আসামি মোঃ ইমান শরীফকে (২০) আটক করে।
সে কক্সবাজার সদরের পিএম খালী গ্রামের মোঃ কবির আহমেদের ছেলে। তাকে আটকের কথা নিশ্চিত করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
তার দুই পায়ের উরুতে অতি কৌশলে লুকায়িত অবস্থায় পাওয়া গেছে প্রায় ৮ হাজার ৮৮ টাকা মূল্যের ২,৯৬০ পীস বার্মিজ ইয়াবা। । এছাড়া ১৮ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ চার হাজার নব্বই টাকা আটক করা হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য-৯ লাখ ১০ হাজার ৯০ টাকা।
আটককৃত মালামালসহ আসামিকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।