parbattanews

কক্সবাজারে ইয়াবা মামলায় ৫ আসামি বেকসুর খালাস

কক্সবাজারে ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা পাচার মামলায় ৫ আাসামিকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সোমবার (১০ এপ্রিল) এ রায় ঘোষণা করেন।

জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

খালাসপ্রাপ্ত আসামিরা হচ্ছে-সৈয়দ আলমের স্ত্রী মোছা. ছমিরা খাতুন, আবুল হোসেনের ছেলে ছৈয়দ আলম, আবুল হোসেন ও হাসনা বানুর ছেলে আবুল কালাম, আবুল কালামের ছেলে শেখ আবদুল্লাহ এবং মো. নজরুল ইসলাম ও সোলতানা রাজিয়া’র ছেলে মো. জহুরুল ইসলাম ফারুক।

আদালতে রায় ঘোষণার সময় আসামি ছৈয়দ আলম ছাড়া সকলে উপস্থিত ছিলেন। আসামী সকলের বাড়ি কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছটায়।

রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ, আসামি পক্ষে অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, অ্যাডভোকেট নুরুল মোস্তফা মানিক ও অ্যাডভোকেট মোহাম্মদ ছৈয়দ আলম মামলাটি পরিচালনা করেন।

Exit mobile version