parbattanews

কক্সবাজারে ঈদের জামাত কোথায় কখন

আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের ঘরে ঘরে আসছে শান্তির বার্তা। তবে, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়ার আদেশ দিয়েছে সরকার। ইতোমধ্যে সেই খবর সর্বস্তরে পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন।

এদিকে, করোনা পরিস্থিতিতে এবার উন্মুক্ত মাঠে ঈদ জামাত হবে না। কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পরিবর্তে মাঠ সংলগ্ন জামে মসজিদে ১ম জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

২য় জামাত সকাল সাড়ে ৮টা এবং ৩য় জামাত সকাল ৯টায় কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

এ সংক্রান্তে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক ফাহমিদা বেগম স্বাক্ষরিত সময়সূচিও প্রচার করা হয়েছে। তাতে উল্লেখ আছে, কক্সবাজার বদর মোকাম জামে মসজিদ সকাল ৯টা, কেন্দ্রীয় জামে মসজিদ ১ম জামাত সকাল ৮টা, ২য় জমাত সাড়ে ৮টা ও ৩য় জামাত ৯টায়।

লালদিঘী জামে মসজিদ সকাল সাড়ে ৮টা, ফায়ার সার্ভিস জামে মসজিদ সকাল ৮.১৫টা, খানেকা জামে মসজিদ ১ম জামাত সকাল ৮টা ও ২য় জামাত ৯টা, বড় বাজার জামে মসজিদ সকাল ৯টা, বায়তুশ শরফ জামে মসজিদ ১ম জামাত সকাল সাড়ে ৮টা, ২য় জামাত সকাল ৯টা, ৩য় জামাত সকাল সাড়ে ৯টা, নতুন বাহারছড়া জামে মসজিদ সকাল ৮.৪৫টা, হাশেমিয়া মাদ্রাসা জামে মসজিদ সকাল ৯টা, ওয়াফদা জামে মসজিদ সকাল সাড়ে ৮টা, দক্ষিণ বাহারছড়া বায়তুস সালাত জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও সকাল ৯টায় ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

Exit mobile version