parbattanews

কক্সবাজারে একদিনে ৭ জনের করোনা পজেটিভ

কক্সবাজারে একদিনে ১০১ জনরে নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ৭ জনের দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

এদের মধ্যে একজন কক্সবাজার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়ার স্থানীয় বাসিন্দা। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী সপ্তাহ খানেক আগে ঢাকা থেকে কক্সবাজার এসেছেন। অন্যজন টেকনাফ সদরের উপজেলার পানিরছড়া এলাকার।

কক্সবাজার মেডিকেল কলেজ সূত্র জানায়, প্রথমে ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ২ জন পজেটিভ এসেছে বাকি ৭০ জনের নেগেটিভ এসেছিল।

পরে বিকাল বিকাল সাড়ে ৫ টায় ১০১ টি নমুনা পরীক্ষা করা হলে ৫ জন পজেটিভ আসে। এ নিয়ে মোট পজেটিভ সংখ্যা হয় ৭ জন।

করোনা পজেটিভ অপর ব্যক্তির মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নয়াপাড়ার।

কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, আমি ডাক্তারের মাধ্যমে খবর পেয়ে তাড়াতাড়ি শনাক্তের বাড়িতে এসেছি। তিনি একজন পান ব্যবসায়ী। তিনি ১০/১২ দিন আগে ঢাকা গিয়েছিল পান নিয়ে। তার স্ত্রী এবং ১ মেয়ে সন্তান আছে এবং পাশে তার মা বাবাসহ পরিবারের সবাই থাকে।

এছাড়া কালারমারছড়ার আরো করোনা পজেটিভ আছে তারা হলেন, উত্তর নলবিলার একজন, কালারমারছড়া ১ নং ওয়ার্ড এর একজন, কালারমারছড়া ইউনুচখালী ১নং ওয়ার্ড এর একজন এবং অপরজন মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ধলিয়াঘোনা এলাকার বাসিন্দা।

প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি এবং আশপাশের এলাকা লকডাউন করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Exit mobile version