কক্সবাজারে কাউন্সিলর পুত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

fec-image

কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝুর ছেলে যুবরাজ শাহজাহান সেজান (২৪) হত্যা মামলায় ছাথোয়েন চাতু (৪১) নামক একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা (সিআইডি)।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের বৌদ্ধ মন্দির ক্যাং পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে পৌরসভার ৮নং ওয়ার্ড বৌদ্ধ মন্দির ক্যাং পাড়া এলাকার বাসিন্দা মৃত মংফ্রু’র ছেলে।

২০২১ সালের ১৬ আগস্ট কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের বৌদ্ধ মন্দির এলাকার অগ্যমেধা বৌদ্ধ ক্যাং কম্পাউন্ডে প্রতিপক্ষের চুরিকাঘাতে খুন হন কাউন্সিলর পুত্র যুবরাজ শাহজাহান সেজান। এ ঘটনায় নিহতের মা সাবেক নাহার বুলবুলি বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন।

প্রধান আসামি আবু তাহেরকে গত বছরের ২৪ আগস্ট গ্রেফতার করে সিআইডি। সে ঘোনার পাড়া এলাকার আবুল কালামের ছেলে।

সিআইডির এসপি মোহাম্মদ সাহেদ মিয়া জানান, প্রধান আসামি আবু তাহের আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে ঘটনার ইন্ধনদাতা হিসেবে চাতুর নাম বলেন। এরপর থেকে তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। অবশেষে ধরা পড়লো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে চাতু। পাশাপাশি পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানান সিআইডির এসপি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আসামি, কক্সবাজার, কাউন্সিল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন