কক্সবাজারে ‘কীটনাশকযুক্ত’ দীর্ঘস্থায়ী মশারী বিতরণ

fec-image

কক্সবাজার পৌরসভায় জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরণ কার্যক্রমের উদ্বোধন মেয়র মজিবুর রহমান।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (৭ মে) দুপুর ১২টায় বিমানবন্দর মডেল হাই স্কুল মিলনায়তনে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

এসময় মেয়র মুজিবুর রহমান বলেন, আপনি, আমি, আমরা সকলেই সচেতন হলে দেশ থেকে ম্যালেরিয়া নামক ব্যাধিটি চিরতরে নির্মূল করা সম্ভব হবে। আসুন সবাই মিলে সচেতন হই।

মুক্তি কক্সবাজার এর আয়োজনে ব্র্যাক এর সহযোগিতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এসব মশারী বিতরণ করা হবে বলে জানান উদ্যোক্তারা।

কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এডভোকেট রণজিত দাশসহ মুক্তি ও ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, বিতরণ, মশারী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন