কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এএসআই আহত
কক্সবাজার হোটেল-মোটেল জোনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। এ সময় ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী জিয়া গেস্ট ইন হোটেলের সামনে এই ঘটনা ঘটে।
আহত সোহেল রানা (৩০) কক্সবাজার সদর মডেল থানার দায়িত্বে রয়েছেন। আটক যুবকের নাম মুন্না (২০)।
বিষয়টি নিশ্চিত করেন,কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
এ সময় তিনি জানান, রাতে হোটেল-মোটেল জোনে সদর থানার পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। রাতের অন্ধকারে জিয়া গেস্ট ইনের পাশে তিন ছিনতাইকারী অবস্থান করছিল। তাদের সন্দেহ হলে তল্লাশি করতে চাইলে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ছিনতাইকারী মুন্নাকে আটক করতে গেলে এএসআই সোহেল রানাকে ছুরিকাঘাত করে।
পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আহত পুলিশ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওসি আরও জানান, পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজটি ভিডিওতে দেখুন: