parbattanews

কক্সবাজারে ছিনতাই মামলায় ২ আসামির যাবজ্জীবন

কক্সবাজার শহরে সার্কিট হাউস সড়কে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনতাইয়ের মামলায় ২ জন আসামিকে যাবজ্জীবন ও অপরজনকে ১০ বছর কারাদণ্ড প্রদান করেছে আদালত।

 একইসাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদয়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ বছর কারাদণ্ড প্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদয়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিচারক।

বৃহস্পতিবার (৩০ জুন) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজার শহরের এবিসি ঘোনার আবুল কালামের ছেলে আবু ছিদ্দিক (৩৫) এবং কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলের গাজীর ডেইল এর মমতাজ এর ছেলে মনির আলম (২০)। ১০ বছর কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন, কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলের তেতৈয়ার ছৈয়দুল আমিনের ছেলে মো. সেলিম প্রকাশ পুতু (২০)।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

Exit mobile version