parbattanews

কক্সবাজারে জাতীয় ভোটার দিবস পালন

কক্সবাজার প্রতিনিধি:

সারা দেশের কক্সবাজারেও নানা আয়োজনে ‘ভোটার হব, ভোট দেব’ শ্লোগানে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত এ দিবসটি পালন করেছে জেলা নির্বাচন অফিস।

শুক্রবার (১ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ এর সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী।

র‌্যালি ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, ইসলামিক ফাউন্ডেশন, জাতীয় ইমাম সমিতি, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Exit mobile version