কক্সবাজারে জামায়াতের ডাকা আধাবেলা হরতাল পালিত
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারে জামায়াতের ডাকা আধাবেলা হরতাল পালিত হয়েছে। হরতালের কারণে ভোর ৫ টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুরপাল্লার কোন যানবাহন কক্সবাজার ছেড়ে যায়নি। তবে শহরের অভ্যন্তরীণ সড়কে হালকাভাবে রিক্সা, টমটম ও সিএনজি চলেছে। শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি কম হলেও অফিস আদালতে কার্যক্রম অনেক স্বাভাবিক ছিল। এদিকে হরতালের সমর্থনে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ও চকরিয়ায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা কিংবা আটকের খবর পাওয়া যায়নি।
পুলিশ ধারাবাহিকভাবে বিনা মামলায় তাদের নেতাদের গ্রেফতার করছে। কক্সবাজার সদর উপজেলার আমীর শফিকুল হক জিহাদী, পৌর শাখার আমীর আবু তাহের, শিবিরের সেক্রেটারী মাহফুজ সহ অনেককে গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে।
কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারী জিএম রহিমুল্লাহ দাবী করেছেন, জনগণ স্বতঃফূর্তভাবে হরতাল পালন করেছে। জামায়াত-শিবিরের নেতাকর্মী কোন ভাংচুর, জ্বালাও পোড়াও ছাড়াই হরতালের মিছিল-পিকেটিং করেছে।