parbattanews

কক্সবাজারে ট্রলারসহ মালয়েশিয়াগামী ৪৫ যাত্রী উদ্ধার, ৭ দালাল আটক

ট্রলার

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের পৃথক অভিযান চালিয়ে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড। এসময় আটক করা হয়েছে মানবপাচারকারি চক্রের ৭ দালালকে। জব্দ করা হয়েছে একটি ট্রলার।

এর মধ্যে সোমবার সকাল ১০ টার দিকে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদিয়ার কাছাকাছি বঙ্গোপসাগর থেকে একটি ট্রলার সহ কোস্টগার্ড সদস্যরা ৪০ জনকে উদ্ধার করে। এর মধ্যে ৩৯ জন মালয়েশিয়াগামি হলেও ছৈয়দ আলম (৩৫) নামের এক দালাল রয়েছে। আটক দালা ছৈয়দ আলম কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়ার এলাকার মৃত কামাল উদ্দিনের পুত্র।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন ইনচার্জ ক্যাটি মং মরমা জানিয়েছেন, ছেঁড়াদিয়ার নিকটবর্তী বঙ্গোসাগর থেকে একটি ট্রলার যোগে মালয়েশিয়ায় পাচারকালে এক দালাল সহ ৪০ জন উদ্ধার করা হয়। তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে।

অপরদিকে সোমবার দুপুর ২ টার দিকে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে ৬ মালয়েশিয়াগামিকে উদ্ধার করে ডিবি পুলিশের সদস্যরা। এসময় আটক করা হয় ৬ দালালকে।

আটক দালালরা হল, রামু উপজেলার নুনিয়াছড়ার নুর মোহাম্মদের ছেলে রশিদ উল্লাহ (৪৫), উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের চেপটখালীর মো. জালালের ছেলে মো. আব্দুল কাইয়ুম (৩০), আবুল হাশেমের ছেলে আবু তাহের ( ১৯ ), আবুল কাশেমের ছেলে নুরুল আমিন (৩৩), মিয়ানমারের বুডিচং জেলার মুংডু উপজেলার বলিবাজার গ্রামের মো. ছালামের ছেলে আব্দুল্লাহ (২০) এবং নুরুল বশরের ছেলে মো. নুর হোছেন (২৪)।

আর উদ্ধার করা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়াগামীরা হলো নরসিংদী জেলার শিবপুর উপজেলার শানখোলা গ্রামের বাসিন্দ আব্দুল হাই’র ছেলে জুয়েল মিয়া (২১), মৃত আলফাজ উদ্দিনের ছেলে মো. মোকাররম (২৫), আসাদ মিয়ার ছেলে আলমগীর মিয়া (২০) ও বাচ্চু মিয়ার ছেলে মো. মানিক মিয়া (২৩)। কক্সবাজারের উখিয়া উপজেলার মাদারবুনিয়াগ্রামের ফরিদ আলমের ছেলে জয়নাল আবেদীন (৩০) ও রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির আসমার ঘোণা গ্রামের আবু তাহেরের ছেলে জয়নাল আবেদীন (২৯)।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

Exit mobile version