parbattanews

কক্সবাজারে দমকা বৃষ্টি: লণ্ডভণ্ড গাছ-পালা,কাঁচা ঘর-বাড়ি,সবজি ক্ষেত

কক্সবাজারে জেলাব্যাপী হঠাৎ বয়ে যাওয়া দমকা হাওয়া ও বৃষ্টিতে লণ্ডভন্ড হয়ে গেছে গাছ-পালা, কাঁচা ঘর-বাড়ি ও সবজি ক্ষেত।

শনিবার (৪ এপ্রিল) বিকেল সোয়া তিনটার দিকে এই দমকা হাওয়া শুরু হয়ে চলে ৪০ মিনিটব্যাপী।

কক্সবাজার শহরের সমিতিপাড়া, আলীর জাঁহাল, টেকপাড়া, বড়বাজার, রুমালিয়ারছরা, বিজিবি ক্যাম্প, ঘোনারপাড়া, সিকদারপাড়াসহ অনেক এলাকার বাসিন্দা তাদের ছোটখাটো দোকানপাট ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে।

পৌরসভার ৫নং ওয়ার্ডের আলীর জাঁহাল এলাকার বাসিন্দা মুহাম্মদ মহিউদ্দিন সিকদার জানিয়েছেন, হঠাৎ দমকা হওয়ার কারণে কিছু গরিব অসহায় মানুষের ঘরের টিন ও ছনের চাল উড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত মানুষদের সাধ্যমতো সহযোগিতায় তারা বেড়িয়ে পড়েছেন। করোনার আতংকের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষেদের মাঝে জরুরীভাবে সাহায্য পৌঁছে দেওয়ার দাবি তুলেছেন তিনি।

সংবাদকর্মী আহসান সুমন জানিয়েছেন, করোনায় এমনিতে কক্সবাজারের মানুষদের ঘরে ঢুকানো যাচ্ছিলো না। আর মাত্র ১০মিনিটের দমকা হাওয়া বৃষ্টিতে সবাই ঘরে ঢুকতে বাধ্য হলো।

খবর নিয়ে জানা গেছে, জেলার অন্যান্য এলাকায় দমকা বাতাস ও বৃষ্টিপাত হয়েছে। এতে কাঁচা ঘর-বাড়ি, ফসল ও সবজি ক্ষেত নষ্ট এবং গাছপালা উপড়ে গেছে।

Exit mobile version