কক্সবাজারে দুই লক্ষ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করল বিজিবি

কক্সবাজারে দুই লক্ষ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করল বিজিব’র ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বিশেষ টহলদল কর্তৃক মালিকবিহীন ছয় কোটি টাকা মূল্যের ২ লক্ষ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি আনুমানিক রাত ১০ টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর কক্সবাজার হতে একটি চৌকস আভিযানিক টহল দল বালুখালী বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার-২১ হতে আনুমানিক ১০০ গজ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র বালুখাল কাটাপাহাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক রাত ১ টা ৩০ মিনিটে ৪ থেকে ৫ জন লোক সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।
এমতাবস্থায় টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করে তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ২০ (বিশ) রাউন্ড পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তা মাটিতে ফেলে দ্রুত নাফ নদী পার হয়ে গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে দুই লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য (ছয় কোটি) টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি হতে এ পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৮,৩৯,২৫,০০০/- (আট কোটি ঊনচল্লিশ লক্ষ পঁচিশ হাজার) টাকা মূল্যের ২,৭৯,৭৫০ পিস বার্মিজ ইয়াবাসহ ০৪ জন আসামি আটক করে।