কক্সবাজারে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

fec-image

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগীতায় এবং দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে শহরের পাবলিক লাইব্রেরীর হলরুমে ” প্রতিরোধ নয়; দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়” বিতর্কের এই বিষয়ের পক্ষে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষে মডেল হাইস্কুল অংশ নেয়।

এতে বিপক্ষ দল কক্সবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন এবং পক্ষ দল বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ  রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। সেরা বক্তা হিসেবে নির্বাচিত হন পক্ষে দলের দলনেতা সাদিয়া রহমান ইবনাত।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আ: মান্নান। দুপ্রক সভাপতি প্রফেসর মোহাম্মদ সানাউল্লাহ’র সভাপতিত্বে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান,দুপ্রক সভাপতি সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু,প্রতিযোগিতা কমিটির আহবায়ক জসিমউদ্দীন বকুল,মডারেটর মো নাছির উদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

পরে বিতর্কসহ রচনা,চিত্রাংকন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জেলা প্রশাসক, দুদক, বিতর্ক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন