কক্সবাজারে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
অবশেষে তিন দিন পর পাওয়া গেল নিখোঁজ পর্যটক মোস্তাফিজুর রহমানের মরদেহ। শনিবার সকালে তার বিকৃত মরদেহ বঙ্গোপসাগরের মহেশখালী সোনাদিয়া পয়েন্টে ভেসে উঠে। স্থানীয় পুলিশকে বিষয়টি অবগত করলে কক্সবাজার থেকে লাইফ গার্ডের সদস্য ও মোস্তাফিজুর রহমানের স্বজনরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন।
সৈকতে উদ্ধারকাজে নিয়োজিত রবি লাইফ গার্ডের ইনচার্জ সৈয়দ নুর জানিয়েছেন, মরদেহের বিভিন্ন অঙ্গ ক্ষত-বিক্ষত। চেহারাও বিকৃত হয়ে গেছে। স্বজনরা মরদেহ চিহ্নিত করেছেন। উদ্ধারের পর বিকেল ৪টার দিকে মোস্তাফিজুর রহমানের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গত বৃহস্পতিবার স্পীড বোট উল্টে গিয়ে ওই বোটসহ নিখোঁজ পর্যটক সিলেটের মোস্তাফিজুর রহমান।